মাউন্ট হুয়া শান, চীন
আপনি কি ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলের সিড়ি বেয়ে কোন পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়া শান পাহাড়ে। “হুয়াইন” শহর থেকে ১২০ কিমি পূর্বে অবস্থিত মাউন্ট হুয়া শান চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি। এই পাহাড়টি এ অঞ্চলে ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রীষ্ট ধর্মের অবির্ভাব হওয়ারও প্রায় ২শত বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে সিড়ি রয়েছে।
মন্দির স্থাপনকারী তাওবাদি ধর্ম অনুসারিরা বিশ্বাস করেন যে, এই পাহাড়ের চূড়ায় ভূ-গর্ভস্থ দেবতারা বসবাস করে। আর তৎকালীন ধর্মজাযকরা এই মন্দির গুলি ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার বলার জন্য। কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূ-গর্ভে চলে যায়। হুয়া সান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে, যা মানুষকে অমরত্ব প্রদান করে। তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোন প্রমাণ পাওয়া যায়নি।
Subscribe to our Newsletter